Saturday, March 15, 2025
HomeUncategorizedভোক্তা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়: ডিসি চট্টগ্রাম

ভোক্তা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়: ডিসি চট্টগ্রাম


চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেছেন, আমরা মূলত একটা হুঁশিয়ারি দিয়েছিলাম, বাজার ভিজিটে দেখলাম তেল এখন ১৬০-১৬৫ টাকা আছে খুচরা তেল। আমাদের সাথে সিটি গ্রুপ ও খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে কথা হয়েছিল ১৬০ টাকা কেজিতে খুচরা তেল বিক্রি হবে। ১-২ টাকা বাড়তে পারে, আমরা যে মোবাইল কোর্ট করছি সেখানে আনাদের বেধে দেয়া দামেই আছে তেল।

এছাড়া গরুর মাংস দেখলাম হাড় সহ ৭৫০ টাকা বিক্রি হচ্ছে৷ ম্যাক্সিমাম জায়গায়ই এই দামে বিক্রি হচ্ছে৷ শুধু একটি দোকানে ৭৮০ টাকা বিক্রি হয়েছে দেখেছি, সেখানে ১০ হাজার টাকা জরিমানা করেছি আমরা৷ আমাদের উদ্দেশ্য জরিমানা করা না, আমাদের উদ্দেশ্য সবাইকে সচেতন করা। ভোক্তা যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ভোক্তার ক্রয় ক্ষমতার ভিতরে যেন দ্রব্যমূল্য থাকে। 

কাঁচাবাজারও দেখেছি, ভোক্তাদের সাথেও কথা বলেছি৷ তারা বলেছে সহনীয় পর্যায়ে আছে দাম। গত ১০-১২ বছরের রমজানের তুলনায় এই বছর রোজায় ভোক্তাদের আয়ত্বে আছে বাজার।

 

সূত্রঃ https://www.facebook.com/share/1BQxUwwvtj/





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments