এক ম্যাচে কত নায়ক!
মার্কাস থুরাম থেকে ডেঞ্জেল ডামপ্রিস, লামিনে ইয়ামাল থেকে রাফিনিয়া। নিজ নিজ জায়গা থেকে চারজনই গড়েছেন রেকর্ড। তবে আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটিতে একেকজন খেলোয়াড় ছাপিয়ে আসল নায়ক বার্সেলোনা-ইন্টার মিলান ম্যাচটাই।
অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমের রেকর্ডসংখ্যক দর্শকের সামনে দুই দলই টক্কর দিয়েছে সেয়ানে সেয়ানে। তাতে বার্সেলোনা-ইন্টার মিলান নব্বই মিনিটের লড়াইটা শেষ হয়েছে ৩-৩ স্কোরলাইনে। যে লড়াইটা ফুটবলপ্রেমিদের মনে গেঁথে থাকার কথা অনেক অনেক দিন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এত বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।