Monday, April 28, 2025
HomeUncategorizedমে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!

মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!


সরকারি চাকরিজীবীদের জন্য আসছে মে মাসে থাকছে ছুটির বাড়তি আনন্দ। এ মাসে দু’বার তিন দিন করে ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন তারাজনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি ছুটির প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি। ফলে টানা তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

মে মাসে আরও একবার এমন সুযোগ আসছে। ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি নির্ধারিত রয়েছে। এর আগের দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ওই সময়ও টানা তিন দিনের ছুটি মিলবে। অর্থাৎ মে মাসেই দুই দফায় তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারি কর্মীরা টানা নয় দিন ছুটি উপভোগ করেছেন। সরকার প্রথমে ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও পরে নির্বাহী আদেশে ৩ এপ্রিল অতিরিক্ত এক দিনের ছুটি যুক্ত করা হয়। এতে করে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments