সফরকারী দলের লিড আরও বড় হতেই পারত। যদি না ইনিংসের ৫৫তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে ছক্কা মারার প্রচেষ্টায় উইলিয়ামস আউট না হতেন। ৫৯ রানে ব্যাটিং করা উইলিয়ামসই জিম্বাবুয়ের বড় ভরসা ছিলেন। মনযোগ না হারিয়ে ইনিংসটা টানতে পারলে বড় লিডের সঙ্গে নিজের ব্যক্তিগত সংগ্রহটাও হয়তো বড় হতো। ২০১৮ সালে এই সিলেটে বাংলাদেশকে হারানোর ম্যাচে প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন উইলিয়ামস।
কৃতিত্ব পাবেন জিম্বাবুয়ের লেজের দিকের ব্যাটসম্যানেরা। নিয়াশা মায়াভোর ৩৫ রানের পর মুজারাবানির ১৭, রিচার্ড এনগারাভার অপরাজিত ২৮ রান বাংলাদেশের হতাশা বাড়িয়েছে।