রক্তিম চন্দ্রগ্রহণ কখন হবে
এবারের চন্দ্রগ্রহণ পশ্চিম গোলার্ধের বেশির ভাগ অঞ্চল থেকে দেখা যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা পুরো চন্দ্রগ্রহণ অবলোকন করতে পারবেন। গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে নিচের সময় অনুযায়ী—
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৩টা ৫৭ মিনিট।
আংশিক চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৫টা ৯ মিনিট।
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৬টা ২৬ মিনিট।
সর্বোচ্চ গ্রহণ (এ সময় সবচেয়ে গাঢ় লাল রঙের চাঁদ দেখা যাবে): গ্রিনিচ মান সময় ৬টা ৫৮ মিনিট।
পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৭টা ৩১ মিনিট।
আংশিক চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৮টা ৪৭ মিনিট।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৯টা ৫৯ মিনিট।
অর্থ্যাৎ, গ্রিনিচ মান সময় ৩টা ৫৭ মিনিট থেকে রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। এর মধ্যে পূর্ণগ্রহণ পর্যায় চলবে প্রায় ৬৫ মিনিট। এই সময়ে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার আড়ালে থাকবে।